৮ টি পদে কর কমিশনারের কার্যালয়ে চাকরি

কর কমিশনারের কার্যালয়ে চাকরিঃ অর্থ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ছাড়পত্রের ভিত্তিতে কর কমিশনার, কর অঞ্চল- ৫, ঢাকা এর অধীনে গ্রেড ১১ থেকে গ্রেড ২০ পর্যন্ত বিভিন্ন শূন্য পদের বিপরীতে পদ্ধতিতে জনবল নিয়োগের নিমিত্ত ঢাকা বিভাগের অন্তর্গত সকল জেলার প্রকৃত স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নোক্ত শর্তে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না।

চাকরির ধরণসরকারি চাকরি
প্রতিষ্ঠানের নামকর কমিশনারের কার্যালয়
শূন্য পদঃ ০৮ টি
পদের সংখাঃ ২৩ জন
বয়সঃ১৮-৩২ বছর
শিক্ষাগত যোগ্যতাজেএসসি, এসএসসি, এইচএসসি, স্নাতক
জেলা বিজ্ঞপ্তিতে দেখুন
আবেদন শুরু১৫ ডিসেম্বর ২০২১
আবেদনের শেষ তারিখ২২ জানুয়ারি ২০২২
আবেদনের মাধ্যমঅনলাইন

আবেদনের নিয়মঃ চাকরির জন্য আবেদন পত্র ১৫ ডিসেম্বর ২০২১ তারিখ সকাল ১০ টা হতে, ২২ জানুয়ারি ২০২২ তারিখ বিকাল ৫ টা পর্যন্ত অনলাইনে (http;//tax5.teletalk.com.bd) দাখিল করা যাবে। উল্লেখ্য, অনলাইনে আবেদন পত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদন পত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।

কর কমিশনারের কার্যালয়ে চাকরি

সূত্রঃ প্রথম আলো (১৫/১২/২০২১)

যেকোনো বিজ্ঞপ্তির পরবর্তী আপডেট ও নিত্য নতুন চাকরির খবর পেতে আমাদের সাথে ফেসবুক পেজে যুক্ত হোন। ধন্যবাদ

Mitu Khatun
Mitu Khatun

আমি মিতু। সবসময় লিখালিখি করতে ভালোবাসি। আর ভালোবাসি স্বাধীনভাবে বেচে থাকতে।

Articles: 210

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *