সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র

সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র সব ধরনের চাকরির নিয়োগ পরীক্ষায় এসে থাকে। এটি জানার আগে প্রথমে আমাদেরকে জানতে হবে যে সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে।

সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে ?

যেসকল ত্রিভুজের তিনটি বাহুর মধ্যে দুইটি বাহু পরস্পর সমান এবং দুইটি কোণ সমান হয় তাদেরকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজের দুইটি বাহু কমপক্ষে সমান হতে হবে।

সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল

 ধরি, ABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ। যেখানে Ab=a=AC এবং BC=b. তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল b4 √4a2 – b2 বর্গ একক

সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা

সমদিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নিয়োগ পরীক্ষায় এবং প্রাতিষ্ঠানিক বিভিন্ন পরীক্ষায় আসার পাশাপাশি পরিসীমা সম্পর্কিত বিভিন্ন সমস্যা ও এসে থাকে। উপরিউক্ত ত্রিভুজের ক্ষেত্রে সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা P = (2a+b)

যদি সমদ্বিবাহু ত্রিভুজ সম্পর্কে কোন কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না।

Mitu Khatun
Mitu Khatun

আমি মিতু। সবসময় লিখালিখি করতে ভালোবাসি। আর ভালোবাসি স্বাধীনভাবে বেচে থাকতে।

Articles: 210

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *