নবম শ্রেণীর অ্যাসাইনমেন্ট ২০২১ প্রশ্ন সমাধান (১০ম সপ্তাহ)

নবম শ্রেণীর অ্যাসাইনমেন্ট ২০২১ Class 9 Assignment 2021: দেশে কোভিট- ১৯ পরিস্থিতির কারণে বেশ কিছুদিন স্থগিত থাকার পর দেশের সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থীদের, নবম শ্রেণীর দশম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে। সরকার পরীক্ষার ঘোষণা দিয়ে থাকলেও পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে তা বলা মুশকিল।

তাই শিক্ষার্থীরা যথাযথ স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বা অনলাইন থেকে দশম সপ্তাহের জন্য নির্ধারণ করা নবম শ্রেণির বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার, শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্টের বিষয়সমূহ সংগ্রহ করে সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষকের নিকট জমা দিতে হবে। তাই আজকে আমরা এখানে নবম শ্রেণীর অ্যাসাইনমেন্ট ২০২১ নিয়ে কথা বলেছি এবং সেগুলোর সমাধান দেয়ার চেষ্টা করেছি।

নবম শ্রেণীর অ্যাসাইনমেন্ট ২০২১ সমাধান সহ

ইতোমধ্যে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে মাধ্যমিক বিদ্যালয়ের সকল শ্রেণীর অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। সেখানে নোটিশ হিসেবে প্রত্যেকটা শ্রেণীর গ্রুপ ভিত্তিক আলাদা আলাদা সাবজেক্টের উপর এসাইনমেন্ট এর তালিকা দেওয়া হয়েছে। এবং আমরা আজ সেগুলো নিয়ে কথা বলব।

তুমি যদি 2021 সালের নবম শ্রেণির শিক্ষার্থী হয়ে থাকো তাহলে পরীক্ষার এসাইনমেন্ট সম্পর্কিত সঠিক ওয়েবসাইটে প্রবেশ করেছ। কারণ এখানে তুমি নিয়মিত নবম শ্রেণীর অ্যাসাইনমেন্ট ২০২১ সহ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এর মাধ্যমে প্রকাশিত সকল অ্যাসাইনমেন্ট পাওয়ার পাশাপাশি সেগুলোর সমাধান পেয়ে থাকবে।

সরকারি – বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত নবম শ্রেণির শিক্ষার্থীদের দশম সপ্তাহের জন্য নির্ধারণ করা অ্যাসাইনমেন্ট শিক্ষক মহোদয়গণ, শিক্ষকদের জন্য অ্যাসাইনমেন্ট মূল্যায়ন নির্দেশনাসমূহ অনুসরণ করে মূল্যায়ন করার পর অতি উত্তম, উত্তম অথবা অগ্রগতির প্রয়োজন হিসেবে চিহ্নিত করবেন।

>>সকল এসাইনমেন্ট এখানে<<

নবম শ্রেণীর অ্যাসাইনমেন্ট ২০২১ ক্যারিয়ার শিক্ষা

অধ্যায় ও শিরােনামঃ প্রথম অধ্যায়: আমি ও আমার ক্যারিয়ার

পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তুঃ

  • ক্যারিয়ারের ধারণী
  • ক্যারিয়ারের বিকাশ
  • ক্যারিয়ার শিক্ষার গুরুত্ব
  • আমি, আমার শিক্ষা ও ক্যারিয়ার
  • কর্মজগৎ ও আমি
  • আমার আগ্রহ, যােগ্যতা ও মূল্যবােধ
  • আমার যােগ্যতা ও দক্ষতা
  • কর্মক্ষেত্রে মুল্যবােধ
  • আমার স্বপ্নের ক্যারিয়ার

এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজঃ

১। তােমার বাবা ও মায়ের কাজের একটি তালিকা তৈরি করে কোনটি বৃত্তি এবং কোনটি পেশা তা নির্ধারণ করে নির্ধারণ করে ছকে লিখ।

২। তুমি ভবিষ্যতে কী হতে চাও? কেন? তােমার ভবিষ্যৎ স্বপ্ন পূরণে কী কী যােগ্যতা অর্জন করতে হবে বলে তুমি মনে কর তা লিপিবদ্ধ কর।

৩। তুমি যখন দলবদ্ধ হয়ে কাজ করবে বা খেলবে তখন কোন কোন বিষয়গুলাে খেয়াল রাখবে? এতে তুমি কী কী সুবিধা পাবে?

নির্দেশনা:

১। ক) প্রয়ােজনে পাঠ্যপুস্তকের সাহায্য নিতে বলুন। খ) এ্যাসাইনমেন্টটি শিক্ষার্থীদের বুঝিয়ে বলুন এবং নির্ধারিত সময়ে জমা নিন।

২। ক) বিষয়বস্তু সম্পর্কে ধারনা দিয়ে নির্দেশনা প্রদান করুন। খ) এ্যাসাইনমেন্টটি নির্ধারিত সময়ে জমা নিন।

৩। (ক) পাঠ্যপুস্তকের সাহায্য নিতে বলুন। খ) এ্যাসাইনমেন্টটি শিক্ষার্থীদের বুঝিয়ে বলুন এবং নির্ধারিত সময়ে জমা নিন।

নবম শ্রেণীর অ্যাসাইনমেন্ট ২০২১ ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা

অধ্যায় ও অধ্যায়ের শিরােনামঃ প্রথম অধ্যায়: আকাইদ ও নৈতিক জীবন

পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তুঃ

  • ইসলাম: পরিচয়, ইসলামের ভূমিকা, ইসলাম শিক্ষা পাঠের গুরুত্ব।
  • ইমান ও ইসলামের সম্পর্ক
  • ইমানের সাতটি মূল বিষয়
  • তাওহিদ : পরিচয় ও গুরুত্ব।

এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজঃ

“প্রকৃতি ও বিশ্বজগতের সুশৃঙ্খল ব্যবস্থাপনা” শিরােনামে তােমার পাঠ্য বইয়ের ভিত্তিতে এবং কুরআন ও সুন্নাহর আলােকে একটি নিবন্ধ রচনা কর। (সর্বোচ্চ ২০০ শব্দ)

সংকেতঃ

১. তাওহিদের পরিচয়

২. সৃষ্টি জগতের বাস্তব উদাহরণ

৩. আল কুরআন ও সুন্নাহর প্রাসঙ্গিক উদ্ধৃতি

নির্দেশনাঃ

১. পাঠ্যবইয়ের সংশ্লিষ্ট বিষয়ের উপর পর্যাপ্ত ধারণা অর্জন করা

২. প্রয়ােজনে বাবা-মা /অভিভাবকের সহযােগিতা নেয়া

৩. সম্ভব হলে স্থানীয় জামে মসজিদের ইমাম বা খতিব মহােদয়ের সহযােগিতা নেয়া

৪. বর্তমান পরিস্থিতির কারণে মােবাইল বা যে কোনাে ভার্চুয়াল মিডিয়ার সাহায্যে বিষয় শিক্ষকের শরণাপন্ন হওয়া।

৫. ইন্টারনেটের সাহায্য নেয়া

৬. সহস্তে নিবন্ধটি লিপিবদ্ধ করা

নবম শ্রেণীর অ্যাসাইনমেন্ট ২০২১ হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা

এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রমঃ ১, অধ্যায় ও শিরােনামঃ প্রথম অধ্যায়: স্রষ্টা ও সৃষ্টি, প্রথম পরিচ্ছেদ-১.১ : স্রষ্টার স্বরূপ ও উপাসনা

পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তুঃ

পাঠ-১ ও ২: স্রষ্টার স্বরূপ ব্রহ্ম, ঈশ্বর, ভগবান ও অবতার।

১.১.ব্রহ্ম ও ঈশ্বর ব্রহ্মরূপে স্রষ্টার স্বরূপ, ঈশ্বররূপে স্রষ্টার স্বরূপ।

১.২. স্রষ্টার স্বরূপ: ভগবান ও অবতার ভগবানরূপে স্রষ্টার স্বরূপ, অবতাররূপে স্রষ্টার স্বরূপ।

৩: স্রষ্টা ও সৃষ্টির সম্পর্ক এবং সৃষ্টির মধ্যে শৃঙ্খলা প্রতিষ্ঠায় স্রষ্টার ভূমিকা

৪: ঈশ্বরের গুণ ও শক্তি: দেবদেবী

৫: উপাসনা, উপাসনার ধারণা, উপাসনার ধরন, উপাসনার উপায়, উপাসনার প্রয়ােজনীয়তা

৬: ঈশ্বর উপাসনার একটি মন্ত্র বা শ্লোক, অর্থ ও এর শিক্ষা।

এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ:

তােমার হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ্যপুস্তকের প্রথম অধ্যায়ে বর্ণিত দেব-দেবীর মধ্যে যেকোনাে ২জন দেবতার উপাসনা কর। উপাসনা শেষে নিম্ন লিখিত সংকেত ব্যবহার করে ৩০০ শব্দের মধ্যে একটি প্রতিবেদন তৈরি কর।

সংকেত : ১. দেব-দেবীর নাম; ২. আরাধনার প্রস্তুতি ও উপকরণ; ৩. মন্ত্র; ৪. আরাধনার উপায়; ৫. আরাধনা শেষে তােমার শারীরিক ও মানসিক অনুভূতি; ৬. এই আরাধনার কেন প্রয়ােজন।

নির্দেশনাঃ

১. দেব-দেবীর ছবি পাঠ্যবই অথবা ইন্টারনেট থেকে সংগ্রহ করা যেতে পারে বা নিজে অঙ্কন করা যেতে পারে।

২. দেব-দেবীর পরিচয় ও মন্ত্র পাঠ্যপুস্তক অথবা পূর্ববর্তী শ্রেণির ধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ্যপুস্তক বা অন্য কোনাে উৎস থেকে সংগ্রহ করা যেতে পারে।

৩. উপকরণ সংগ্রহ ও উপাসনার প্রস্তুতি গ্রহনে পরিবারের সদস্যদের সাহায্য নেয়া যাবে।

নবম শ্রেণীর অ্যাসাইনমেন্ট ২০২১ বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা

এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রমঃ ১

অধ্যায় ও শিরােনামঃ প্রথম অধ্যায়: গৌতম বুদ্ধের জীবন ও শিক্ষা

পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তুঃ

১. সিদ্ধার্থের জন্ম; ২. সিদ্ধার্থের বাল্যকাল; ৩. সিদ্ধার্থ গৌতম ও গােপাদেবী; ৪. সিদ্ধার্থের চারি-নিমিত্ত দর্শন; ৫. সিদ্ধার্থের গৃহত্যাগ; ৬. বুদ্ধত্ব লাভ; ৭. ধর্ম প্রচার; ৮. মহাপরিনির্বাণ;

এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজঃ

সিদ্ধার্থ গৌতমের বাল্য জীবনের বিভিন্ন ঘটনা থেকে তাঁর চরিত্রের যে ব্যতিক্রমী বৈশিষ্ট্য লক্ষ করেছ তা ক্রমানুসারে ও নিজের ভাষায় লিপিবদ্ধ কর

সংকেত:

১। হলকর্ষণ উৎসব;

২। শিকারে যাওয়া;

৩। রােহিণী নদীর পানি সংকটের সমাধান;

৪। তীর বিদ্ধ হাসের ঘটনা;

নির্দেশনাঃ

১। গৌতমবুদ্ধের জীবনের ঘটনাসমূহ থেকে তথ্য সংগ্রহ করা যেতে পারে।

২। প্রয়ােজনে নিজের। পাঠ্যপুস্তক ব্যতীত অন্য সহায়ক পুস্তকের (পূর্বের শ্রেণির) সাহায্য নেয়া যেতে পারে।

নবম শ্রেণীর অ্যাসাইনমেন্ট ২০২১ খৃষ্ট ধর্ম ও নৈতিক শিক্ষা

এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রম-১

অধ্যায় ও শিরােনামঃ প্রথম অধ্যায়: মুক্তির পথে আহ্বান

পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তুঃ ১. মুক্তির ধারণা ও বৈশিষ্ট্য; ২. মুক্ত মানুষহওয়ারউপায়; ৩. খ্রিষ্ট ও মুক্তি; ৪, খ্রিষ্টভক্ত ও মুক্তি;

এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজঃ

কোভিড ১৯-এর ভয়াবহতার এই সময়টিতে তুমি বিদ্যালয়ে যেতে পারছেনা। তােমার স্বাভাবিক জীবনযাপন কিছুটা বিঘ্নিত হচ্ছে। তােমার কর্মপদ্ধতি এমন হওয়া প্রয়ােজন যাতে তুমি স্বাধীন ও মুক্ত জীবনে প্রবেশ করতে পার।

তােমার দৈনন্দিন কার্যপ্রণালী অনুযায়ী ১ সপ্তাহের ভালাে ও মন্দ কাজের তালিকা তৈরি কর।

১. স্বাধীনতার বৈশিষ্ট্যের সাথে মিল রেখে তােমার কাজের মূল্যায়ন কর।

২. স্বাধীনতার পথে তুমি তােমার অভ্যন্তরীণ বাধাগুলাে উল্লেখ কর।

৩. স্বাধীনতার পথে তুমি তােমার বাহ্যিক বাধাগুলাে উল্লেখ

নির্দেশনাঃ মুক্তির সাধারণ ধারণা ও বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা নিয়ে নির্দেশনা পালন করা।

 যদি পরিস্থিতি আরো খারাপ হতে থাকে তাহলে হয়তোবা এই অ্যাসাইনমেন্ট এর ওপর ভিত্তি করেই শিক্ষার্থীদের কে পরবর্তী শ্রেণীতে প্রমোশন দেয়া হবে। 

Mitu Khatun
Mitu Khatun

আমি মিতু। সবসময় লিখালিখি করতে ভালোবাসি। আর ভালোবাসি স্বাধীনভাবে বেচে থাকতে।

Articles: 210

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *