চলতি বছরের আগস্ট মাসে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা থাকলেও বিভিন্ন কারণে সেটা পিছিয়ে দেওয়া হয়েছে। তাছাড়া সিলেট জেলায় পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি বলে এসএসসি পরীক্ষা স্থগিত করেছিল শিক্ষা মন্ত্রণালয়।
এবারের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে এমনটাই জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন যে শিক্ষার্থীদের এবারের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০০ নম্বরের পরিবর্তে ৫০ নম্বরের মধ্যে। তাছাড়া প্রতি বেঞ্চে একজন করে বসানো হবে স্বাস্থ্যবিধি মেনে।

আরো: চলমান সরকারি চাকরি
যেহেতু এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবার এক মাস পর এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয় সে ক্ষেত্রে সার্বিক ব্যাপার গুলো মাথায় রেখে আগামী সেপ্টেম্বর মাসে এসএসসি পরীক্ষার নেবার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ইতিমধ্যে রুটিন এর খসড়া প্রণয়ন করা হয়েছে যা বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।